God Sent a Letter to you


আজকে আমি ছােট্ট একটি চিঠি নিয়ে আপনাদের কাছে এসেছি, আসলে। চিঠিটি আপনাদের কারুর না কারুর হতে পারে তা আমি ঠিক জানি না, কিন্তু চিঠিটা ভুলে হয়তাে আমার ঘরে এসে গেছে, আর আমি জানি অন্যের চিঠি পড়া উচিত না তার পরও ভুল ক্রমে চিঠিটা খুলে ফেলেছি এবং পড়েও ফেলেছি আর তা পড়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে তা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি নিজেকে মনস্থির করেছি কারন চিঠিটি আপনাদের আমার না, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই চিঠিটাকে আপনাদের কাছে পরিবেশন করব এবং তার ভিতরের যে খবর টুকু তা আপনাদের কাছে তুলে ধরব,

এই চিঠিটির শুরুতেই লেখা আছে, আমি অপেক্ষা করে থাকব, সারা জীবন। আমি অপেক্ষা করে থাকব, হয়েছে এমন তুমি যখন ঘুম থেকে উঠলে আমি তুমার বিছানার পাশে দাড়িয়ে ছিলাম এবং ভাবছিলাম তুমি ঘুম থেকে উঠেই আমাকে ধন্যবাদ দিবে আমাকে স্মরন করবে, তুমি তারা তারি ঘড়ির দিকে দেখলে এবং দৌড়ে চলে গেলে ফ্রেস হতে স্নান সেরে ড্রেস পরলে তার পর তােমার প্রচন্ড খিদা পেয়েছে চলে গেলে দৌড়ে কিচেনের দিকে তখন তােমার খাবার পরিবেশন করা হল তুমি তারা তারি খেতে থাকলে এবং তুমার উদর যখন পুর্তি হল তখন আমি ভাবলাম এখন হয়তাে তুমি আমাকে

স্মরন করবে, কিন্তু তখনও আবার তাকালে ঘড়ির দিকে তােমার অনেক | বেলা হয়ে গেছে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তুমি দৌড়ে বের হচ্ছ ঘর থেকে, ব্যাগ নিচ্ছ ফাইল নিচ্ছ আর দৌড়ে তুমি ছুটছ তার পর হতাৎ

দৌড়ে এসে দরজায় এসে দাড়ালে ভাবলাম হয়তাে এইবার তুমি আমাকে স্মরন করবে তুমি তারা তারি ঘরের বাইরে চলে গেলে এবং গাড়ির কাছে গিয়েও আবার দৌড়ে তুমি ঘরে ফিরলে আমি ভাবলাম আগে তাে ভুলে গেছ স্মরন করতে এইবার হয়তাে আমার কথা স্মরন করতে ঘরে এসেছ, নিশ্চয় তুমি আমাকে স্মরন করবে কিন্তু তুমি তাও করলে না, তুমি ঘরে আসলে ঘরে এসে তােমার ফেলে যাওয়া মােবাইলটি নিয়ে ঘর থেকে সুজা


বেড় হয়ে গেলে, তারা তারি গিয়ে গাড়িতে বসলে আর ড্রাইবারকে বলচ্ছ তারা তারি চল, আমার অনেক বেলা হয়ে গেছে তার পর যথা রিতি অফিসে গিয়ে পৌছলে আর সঙ্গে সঙ্গে অফিসের বিভিন্ন ফাইল পত্র নিয়ে তুমি অনেক ব্যস্ত হয়ে পরলে, তখন তাে আমাকে স্মরন করার কথা তুমি ভুলেই গেলে, তার পর যখন লান্সের সময় আসল তখন যথা রিতি লান্সও সেরে নিলে আর লান্স সেরে যখন রেস্ট রুমে বসলে তখন ভাবলাম এইবার নিশ্চই আমাকে স্মরন করবে কিন্তু তখন তুমি কি করলে তােমার কলিগদের ডেকে গত রাতে যে আই.পি.এল খেলা হয়েছে তাকে নিয়ে তুমি সময় নষ্ট করতে থাকলে আলাপ আলােচনাতে ব্যস্ত হয়ে পরলে তার পর ধিরে ধিরে তােমার অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলে আর যখন অফিসের কাজ সেরে ঘরের উদ্দ্যেশে রৌনা হলে ফেরার পথে আমি ভাবলাম হয়তাে এখন তুমি আমাকে

ধন্যবাদ দেবে আমাকে স্মরন করবে না তারা তারি করে তুমি বাড়িতে ফিরলে তখন তুমি খুব ক্লান্ত হয়ে গেলে তার পরও আমি আসা করেছি তুমি আমাকে ধন্যবাদ দেবে আমাকে স্মরন করবে তুমি দৌড়ে গেলে ফ্রেস হতে ফ্রেস হয়ে আসলে তােমার ক্লান্তিটা অনেক দূর হল তখন আমি ভাবলাম এইবার হয়তাে আমাকে স্মরন করবে কিন্তু না তখন তুমি কি করলে তুমি রিমােট নিয়ে বসে গেলে তােমার প্রিয় টিবির পর্দায় তখন তুমি এক এক | করে চেনেল ঘােরাতে লাগলে তােমার প্রিয় সিরিয়েল তােমার নিউজ চেনেল তােমার ক্রিকেট ম্যাচ এই ভাবে পর্দা ঘুরাতে ঘুরাতে ১০টা ১১টা বেজে গেল আর তুমি এই টিবির সামনেই তুমি ডিনারকে সেরে নিলে তার পর তুমার ১১টা বেজে গেল এই বার ভাবলাম অবশ্যই তােমার সারা দিনে একাবার ও

স্মরন করনি এইবার তুমি আমাকে অবশ্যই স্মরন করবে না তােমার খুব | ক্লান্তি এসে গেছে তুমি ঘুমে আচ্ছন্ন তার পর তুমি চলে গেলে বেড রুমে


তার পর তুমি কখন যে শুয়ে গেল তুমি নিজেই জান না, তার পর আমি দূর। থেকে মুচকি হাসলাম এবং আমার যে অভিমান সব কিছু ভুলে গেলাম আবারও আমি পরের দিনের জন্য অপেক্ষা করে রইলাম, আবারও পরের

দিন তুমি উঠলে একই ভাবে তুমি ব্যস্ত হয়ে পরলে সারা দিন এই ভাবেই চলে গেল কিন্তু আমি আশা ছারি নি আমি এখনও অপেক্ষায় আছি, | প্রয়ােজনে আমি সারা জীবন অপেক্ষা করতে থাকব, তাে বন্ধুগন এই চিঠিটা আপনাদের মধ্যে কার আমি জানি না, আশা করি যার উদ্দ্যেশে এই চিঠিটা আপনারা বুঝে গেছেন। | আসলে যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠানাের আগে থেকেই আপনার যা যা প্রয়ােজন কখন কোন কোন পরিস্থিতিতে কি কি ভাবে মােকাবিলা করবেন তার তার সব ব্যবস্থা করে রেখেছেন,আর জন্মের পর আমাদের বয়সের সঙ্গে সঙ্গে এমন হয় উনাকে স্মরন করে ধন্যবাদ দেওয়ার | পরিবর্তে নিজের কর্মের দোষ উনাকেই দিচ্ছে।

তাই বন্ধুগন আপনাদের অনুরােধ করে বলব যদি ৩০ সেকেন্ড ও আপনারা বের করে তাকে স্মরন করেন আর সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ভােরের আলােটি দেখেন তখন তাকে একবার ধন্যবাদ দেন তাহলেই তাে উনি খুশি। উনিতাে সবসময় আমাদের সাথে থাকতে চায় আমাদের সব ধরনের কষ্ট, যন্ত্রনা নিজে হজম করে আমাদের মুখে হাশি ফুটাতে চায় কিন্তু আমরা তাকেই দুরে সরিয়ে রাখি।

No comments:

Post a Comment