3 Tips To Success In Life , Success Planning , Practice Is The Key To Success


পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির মধ্যেই প্রতিভা লুকিয়ে আছে! প্রয়ােজন হলাে উদ্যম উৎসাহ ও অভ্যাসের দ্বারা তাকে বের করে আনা! আশাকরি এই ভিডিও আপনাদের অনেক ইনস্পিরেশান যােগাবে এবং উপকৃত হবেন! অনুরােধ থাকবে ভিডিও ছেড়ে কোথাও যাবেন না!

Impossible বলতে কিছুই নেই! তার অর্থ তার মধ্যে লুকিয়ে আছে! এক বিখ্যাত ব্যক্তি তীরন্দাজ খেলা প্রদর্শনে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন! যখন তিনি কলা প্রদর্শন শুরু করতেন তখন তাকে দেখার জন্য অনেক লােকের ভিড় হয়ে যেত! যেমন ক্রিকেটের জগতে সচিনের নাম বিখ্যাত তেমনি তীরন্দাজের খেলাতে উনার নাম ও অনেক বিখ্যাত! একদিন এক গ্রামে তিনি কলা প্রদর্শন করছেন!মুহুর্তে উনার নাম শুনে লােকের ভীড় হয়ে যায়!খেলা শুরু হলাে যখন তিনি প্রথম তীর মারেন তা একদম সঠিক জায়গাতে গিয়ে বিদ্ধ হয়!জড়াে হওয়া লেকেদের মধ্যে সবাই খুশী! সকলে মুগ্ধ হয়ে যাচ্ছিল!যারা যারা সেখানে দাড়িয়ে ছিল তারা সবাই দেখেছিল আর হাত তালি দিয়ে তীরন্দাজকে সম্বর্ধনা দিচ্ছিল। হাততালি উনার কাছে খুব ভাল তাে লেগেছিল কিন্তু সেই ভিড়ের মধ্য থেকে পেছনের এক ব্যক্তি বলে উঠলেন “ Oh It is Just a Mater of practice” তীরন্দাজ তা শুনেছেন কিন্তু তেমন ধ্যান দেয় নি!তিনি কোন প্রতিক্রিয়া করেনি!

দ্বিতীয় তীর নিলেন, ছুড়লেন তা ও তা ও একদম পার্ফেক্ট লেগেছে! আবার উপস্থিত সবাই উনার প্রশংসা করে যাচ্ছে! সবাই হাত তালি দিচ্ছে আর বলছে সেরা! সেরা! বাঃ বাঃবাঃ, দুরে দাড়িয়ে থাকা সেই ব্যক্তি আবার ও বলে উঠলেন “it is Just a Mater of practice” এই উক্তি শুনে তীরন্দাজের ভাল লাগে নি, মনে মনে ভাবছে আরে? সে কেন আমার প্রশংসা করছে না?

তৃতীয়বার ও বাণ চালালেন রেজাল্ট ও পার্ফেক্ট! মানুষ তীরন্দাজকে প্রশংসা তাে করছে হাত তালীও দিচ্ছে কিন্তু দুর থেকে ঐ ব্যক্তি আবারও বলে উঠলাে , “ it is Just a Mater of practice” যখন একই কথা পর পর তিন বার বলেছে তখন আর তীরন্দাজের সহ্য হয় নি! তীরন্দাজ সেই ব্যক্তির কাছে গেল বলল সবাই আমার যখন প্রশংসা করছে, আমাকে উৎসাহ দিচ্ছে আর তুমি কিনা বলছ যে “ it is Just a Mater of practice এমন কেন করছ?

তুমার কি মনে হয় এই গুলি কি শুধু প্রেক্টিসেই হয়ে যায়! তাতে কত টেলেন্ট কত স্কিল প্রয়ােজন পরে তা তুমি জান?তখন সেই ব্যক্তি বলে উঠল স্যার আমার এতটুকু জানা নেই কত টেলেন্ট দরকার কত স্কিল দরকার? কিন্তু আমার মনে হয় তা কেবল প্রেক্টিসের দ্বারাই সম্ভব!

বললেন ঠিক আছে তাহলে তা করে দেখাও? সে বলল না না আমি তা করতে পারব না! তাহলে তুমি কেন বলছ it is Just a Mater of practice” it is Just a Mater of practice” তখন সে বলল ঠিক আছে এক কাজ করুন! সে এক সরু মুখ ওয়ালা খালি বােতল নিয়ে আসল, আর দ্বিতীয় আরেক বড় মুখ ওয়ালা ভর্তি জলের বােতল নিয়ে আসল আর তীরন্দাজকে বলল আপনি এক কাজ করুন এই খালি বােতলের মধ্যে ভর্তি করা জলের বােতল থেকে উপর থেকে জল ঢালুন এমন ভাবে ঢালতে হবে যাতে এক ফোটাও বাইরে না পরে। এই কাজটা করে দেখান!

তীরন্দাজের দেখছেন আর বলছেন না না তা সম্ভবই হবে না! এভাবে করলে জল বাইরে তাে পড়বেই পড়বে! ব্যক্তি বলেন আরে চেষ্টা তাে করুন! তীরন্দাজ বলেন তা সম্ভবই না। ঐ ব্যক্তি বলল ঠিক আছে দেখুন আমি করে দেখাচ্ছি! সে বােতল হাতে নেয় জল ঢালতে থাকে একটি ফোটাও বাইরে পড়ছে না, একদম পাফেক্টলী বােতলের মধ্যে যাচ্ছে! তীরন্দাজ দেখতে লাগলেন উনার কাছে স্বপ্ন মনে হল! তীরন্দাজ বলল তুমি কিভাবে করলে ? সে বলে দেখুন স্যার আমি দীর্ঘ ১৫ বৎসর এক জায়গাতে চাকরী করেছি, সেখানে আমার কাজই ছিল যে বড় বড় ডিবি বা পাত্র থেকে ছােট ছােট বােতলে তৈল ঢালা! এই ভাবে আমার একটি বােতল থেকে অন্য বােতলে তৈল দিতে হত, তখন তীরন্দাজ বলছে হ্যা “ it is Just a Matter of practice” বন্ধুগন এখন বুঝতে পারছেন তাে কোন ব্যক্তি এক দিনেই এক্সিলেন্ট হয় না। পয়েন্ট হলাে স্কিল বা টেলেন্ট কারুর মধ্যে নিজে নিজেই চলে আসে যখন সে কোন বিষয়ে প্রেক্টিস করে এক সময় সে এক্সপার্ট হয়ে যায়!

কোন ব্যক্তি একজন ভাল ড্রাইভার জন্ম থেকেই হয় না! একজন ট্রেইনার বা স্পিকার জন্ম থেকেই কেউ হয় না! যদি কেউ বার বার প্রেক্টিস করে তাহলে অবশ্যই সে একদিন এক্সপার্ট হয়ে যায়! একজন ফুটবলার বা ক্রিকেটার বিখ্যাত তখনই হয় যখন সে ছােট বেলা থেকে লাগাতর প্রেক্টিস করে!

আপনার কি মনে হয় যারা আজ সাকসেস হয়েছে তাদের কি ভাগ্য ভাল ছিল যে তাই তারা লক্ষ্যে পৌছাতে পেরেছেন! না বন্ধুগন আপনি যা ভাবচ্ছেন সম্পূর্ন ভুল, ভাগ্যের উপর দোষ দিয়ে আপনার লক্ষ্যকে অপূর্ন রাখবেন না, কোন ব্যক্তিই একদিনে এক্সিলেন্ট হয় না, আর তা আমার কথা নয়! আমাদের ভারতবর্ষের মিসাইলম্যান, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালামের কথা, তা হলে ভয় পাচ্ছেন কেন? আবার অ্যাকশান শুরু করুন!সাকসেস আসবেই! আজ এপর্যন্তই আবার দেখা হবে!

ধন্যবাদ!


No comments:

Post a Comment