Service to man is Service to God | Easy way to find real God



একবার হয়েছে এমন, শহরে থাকা এক মা তার ছেলেকে বিয়ে করায় গ্রামের এক শিক্ষিত ভদ্র পরিবারের ভদ্র মেয়ের সাথে, যার নাম ছিল লক্ষ্মি। বিয়ের কিছুদিন পর শাশুড়ি মা তাকে বলল লক্ষ্মি কালকে আমরা এক মায়ের মন্দিরে যাব, তখন লক্ষ্মি চমকিয়ে উঠে বলল মা আমি তাে জানি আমাকে যে জন্ম দিয়েছেন জন্ম দায়ীনি মা তিনি একজন, আর আপনি আমার শাশুড়ি মা, আমার আপন মায়েরই মত, আর তৃতিয় মা কে? তা তাে আমি জানি না। তখন শাশুড়ি মা ভাবচ্ছেন আরে আমার ছেলেটার জন্য কি বউ নিয়ে আসলাম সে এই মন্দিরের মাকেই জানে না, তখন মনে মনে সে চিন্তিত হল এবং ভাবতে লাগল বউ বােকার মত কথা বলছে কেন! বউ জানি কেমন হয়। তখন বলল দেখ বউমা তােমার নামও লক্ষ্মি তােমার কর্ম ও চিন্তাভাবনা যদি লক্ষ্মির মত না হয় কে তােমাকে ভাল বলবে বল! দেখ গ্রামের সমস্ত লােকেরা কালকে কাল এই দুর্গা মায়ের মন্দিরে যাবে, সেই মন্দিরে মা স্বয়ং জাগ্রত তুমি যাই বল যাই প্রার্থনা কর সব মনস্কামনা পূর্ন করে,

লক্ষি চমকিয়ে গিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকাল, শাশুড়ি মা বলল হা তা সত্যি? তাই সত্য আমরা তাে দীর্ঘদিন ধরে মেনে এসেছি, পর দিন সকালে স্নান করে ভাল নতুন শাড়ি পড়ে শাশুড়ি এবং বউ রউনা দিল মন্দিরের দিকে মন্দির টা অনেক বড় জায়গা নিয়ে চতুর দিকে প্রাচীর আর প্রাচীরের গায়ে তাে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে যখন শাশুড়ি আগে আগে যাচ্ছে বউ পিছে পিছে যাচ্ছে তখন শাশুড়ি মাকে বউ হতাৎ বলল মা দেখুন দেখুন এক গরুর বাছুর দুধ খেয়ে ফেলছে আরে আরে কার জানি এই গরু তার মালিকের কি সর্বনাস হবে তখন শাশুড়ি মাকে বলল একটু দাড়ান আমি তারা তারি ঘর থেকে একটি বালটি নিয়ে আসচ্ছি, বাছুরটাকে সরিয়ে আমি এই গাইটাকে দোয়াব তা না হলে তার মালিক মাথায় হাত দিবে, তখন শাশুড়ি মা বলল আরে বউমা পাগল হয়ে গেছ না কি আরে এটাতাে এক পাথরের তৈরি চিত্র, এটাতাে কোন রিয়েল না এই বাছুর তাে কোন দুধ খাচ্ছে না, আর তুমিও গিয়ে তাকে ধুইতে পারবে না, বলল তাই না কি, এই কথা বলে বউকে মানিয়ে আবার আবার সামনে চলতে শুরু করল তার পর যখন মন্দিরে ডুকার সময় হল তখন সেই লক্ষ্মি দেখল একটা বাঘের মুর্তি তখন লক্ষ্মি আর সামনে যাচ্ছে আর বলছে মা এই বাঘটা আমাকে খেয়ে ফেলবে আর আপনিও যাবেন না, তখন শাশুড়ি মা বলল আরে বউমা তােমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলের জীবনটা বিষিয়ে দেবে না কি, আরে কোথা থেকে তােমাকে ধরে নিয়ে আসলাম আমিতাে গ্রাম থেকে লক্ষ্মিকেই তােলে নিয়ে আসলাম আমি এনেছি এই স্বংসারে আমার ঘরে শান্তি হবে সুখ হবে,

আর তুমি একি বলছ তুমি তাে লেখা পড়া জান, আর এটাতাে আসল বাঘ বা সিংহ না, এটা তাে নকল বাঘ বা সিংহ তখন বউ বলল ঠিক আছে। তখন ধিরে ধিরে শাশুড়ি মা গেল মন্দিরের দিকে এবং বউ ও গেল মন্দিরে তার পর শাশুড়ি মা লক্ষ্মিকে বলল মাকে প্রনাম করে তুমি কামনা কর প্রার্থনা কর, তখন বলল মা এটা তাে পাথরের মুর্তি যেমন সেটা ছিল পাথরের গরু পাথরের বাছুর আমি গেলাম রিয়েল মনে করে দুধ দোওয়াতে তখন আপনি নিষেধ করলেন আবার ঐটা যেমন ছিল পাথরের বাঘ তাই আমাকে খেতে পারবে না তাহলে এটাও তাে পাথরের মূর্তি তা কি ভাবে আমার মনের আশা পূর্ন করবে? আর আপনি তাে চৈতন্য আমার মা আপনাকে বরং প্রনাম করছি আর সেই মাকে আমি অশ্রদ্ধা করছি না মানুষ মানছে মানুক কিন্তু আমার কাছে যুক্তি আছে সেই বিচার আছে সেই ভাবনা আছে আমার মন পরিষ্কার আছে আমি জানি আপনি আমার আসল মা আপনি চৈতন্য আপনি পারবেন আমাকে আর্শিবাদ করতে আসলে বন্ধুগন এটা এক সুন্দর মেসেজ আমাদের কাছে আমরা মন্দিরে যায় কোন আপত্বি নেই, যারা যাচ্ছে তাতেও কোন আপত্বি। নেই কিন্তু ঈশ্বর যদি প্রাপ্তি করতে হয় তাহলে মন্দিরে যেতে হবে না মানুষের মধ্যে খােজ, বীবেকানন্দ বলে গেছেন ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ,

বাস্তবে এই কথাটি অভ্রান্ত আজকে সারা পৃথিবীর মানুষ এই কথাটি নিয়ে রিসার্চ করছে আজকে যদি ঈশ্বর প্রাপ্তি করতে চান তাহলে অসহায় মানুষদের সাহায্য করুন, অসমর্থ মানুষের পাশে দাড়ান, গরিব মানুষকে খাদ্য দিন, অন্ন দিন বস্ত্র দিন সমাজ স্বংসারকে সেবা করুন মানব সেবাই হল মাধব সেবা, মাধব মানে ভগবান। মানবের মধ্যেই ভগবানের শক্তি লােকিয়ে আছে মানুষের সেবা করাই মাধবের সেবা করা আর গীতাতেও ভগবান বলছে কর্মই হল পূজা প্রত্যেক মানুষের মধ্যে যে আত্ম স্বরুপ অথাৎ স্বয়ং আত্মা বিরাজমান।


আর সেই আত্মা স্বরুপই হচ্ছে আমাদের পরমাত্মা যাকে ঈশ্বর বা | ভগবান বলে জানি। তিনি এই সংসারে পাঠিয়েছেন এবং যিনি উপর থেকে সাক্ষ্যি হয়ে সব কিছু স্বংসারকে দেখছেন, যাকে ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন নামে জেনে থাকে কিন্তু তিনি এক এবং অভিন্ন বাকি মন্দির মসজিদ গুরুদোওয়ার হল আমাদের মানষিক। শান্তি প্রদানের স্থান সেখানে গিয়ে আমরা মানসিক শান্তি অনুভব করতে পারি, আর ভগবান প্রাপ্তি করা হল মানুষের থেকে দুঃখ দুদর্শাকে দূর করে শান্তি প্রাপ্তির রাস্তা দেখানাে।


বন্ধুগন এই ছােট্ট গল্পটি যদি আপনাদেরকে এক নতুন অভিজ্ঞতা দিতে পেরেছে বলে মনে হয় তাহলে দয়া করে একটি লাইক করুন আর কমেন্ট করুন এই গল্পটি থেকে কি শিখতে পেরেছেন হা তবে | এই চেনেলটিকে সাস্ক্রাইভ করে রাখুন যাতে যখন পরবর্তি প্রােগ্রামটি আসবে তা যেন সবার আগে আপনি দেখতে পারেন,


No comments:

Post a Comment